কথায় আছে কোনো জিনিস তৈরি করা ঠিক যতটা কঠিন, সেটা ভেঙে ফেলা ঠিক ততটাই সহজ৷ তার সবচেয়ে বড়সড় উদাহরণ, প্রেমের সম্পর্ক৷ আজকাল মানুষের প্রমে পড়তে যত না সময় লাগে, তার অনেক কম সময় লাগে একটা সম্পর্ক ভেঙে ফেলতে৷ কিন্তু, সম্পর্ক কি এতটাই ঠুনকো যে চাইলেন ভেঙে ফেলা যাবে? অনেক সময় কিছু তর্ক বা ঝগড়া কিন্তু সম্পর্কের ভাঙনের কারণ হতে পারে৷ তাই আপনি যদি ব্রেকআপ না চান, তবে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে৷ নিজের সম্পর্ককে আপনি নিজেই বাঁচিয়ে নিতে পারবেন৷ সঙ্গীকে বদল করার চেষ্টা করবেন...

